অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন একটি নিরীক্ষা পরিদপ্তর। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা ও দপ্তরসমূহের প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি অর্থ ও সম্পদের তছরুপ ও অপব্যবহার রোধ করে সরকারি অর্থ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মেরামত ব্যয়সহ বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্পের অনিয়ম চিহ্নিত করা, প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণ চিহ্নিত করা, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের বিশুদ্ধতা যাচাই করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করাসহ এর প্রতিকারের বিষয়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অনিয়ম দুরীকরণার্থে নিরীক্ষার পাশাপাশি অডিটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদেরকে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়। নিরীক্ষায় প্রাপ্ত আর্থিক ও প্রশাসনিক ব্যত্যয়সমূহ সংস্থা ও দপ্তরভিত্তিক বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন মন্ত্রণালয়ের নজরে আনয়ন করা হয়ে থাকে।