Wellcome to National Portal
অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০২৩

অর্পিত দায়িত্ব ও কার্যাবলী

  • অর্পিত দায়িত্ব ও কার্যাবলী
  1. নিরীক্ষার মাধ্যমে অধীনস্থ সংস্থা ও দপ্তরসমূহের প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
  2. সরকারি অর্থ ও সম্পদের তছরুপ ও অপব্যবহার রোধ করে সরকারি অর্থ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
  3. অত্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং সংস্থার ব্যয়কেন্দ্রের হিসাব পরিদর্শন ও প্রকল্পসমূহ সরেজমিনে যাচাই এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা।
  4. নিরীক্ষায় প্রাপ্ত আর্থিক ও প্রশাসনিক ব্যত্যয়সমূহ মন্ত্রণালয়ের নজরে আনয়ন করা।
  • এছাড়া এই পরিদপ্তর নিন্মোক্ত সুনির্দিষ্ট কার্য সম্পাদন করে থাকে :
  1. আর্থিক এবং হিসাব সংক্রান্ত বিধি-বিধান ও পদ্ধতি সঠিকভাবে পরিপালন করা হয়েছে কিনা তা যাচাই করা।
  2. বৈদেশিক সাহায্য প্রাপ্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সঠিকভাবে প্রতিপালন করা হয়েছে কিনা তা যাচাই করা।
  3. ব্যয় নিয়ন্ত্রণের জন্য গৃহীত সংগতিপূর্ণ ব্যবস্থাসমূহ সঠিকভাবে পরিপালন করা হয়েছে কিনা তা যাচাই করা।
  4. বিভিন্ন অফিসে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে এবং সময়মত ব্যবহৃত হয়েছে কিনা তা যাচাই করা।
  5. সাসপেন্স হিসাবের অধীন বরাদ্দের অতিরিক্ত খরচ নিরসনের জন্য নঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা নির্দিষ্ট করা।
  6. নির্ধারিত রিপোর্ট, রিটার্ন এবং সংশ্লিষ্ট পর্বের একাউন্টিং ডাটা সঠিকভাবে ও সময়মত দাখিল করা হয়েছে কিনা তা যাচাই করা।
  7. বাস্তবায়নাধীন কার্যাদি/প্রকল্পসমূহের অগ্রগতি সংশ্লিষ্ট তথ্যাদির ভিত্তিতে করা হয়েছে কিনা তা যাচাই করা।
  8. কার্য সম্পাদন/বাস্তবায়নের ক্ষেত্রে কোন ত্রুটি-বিচ্যুতি, সীমাবদ্ধতা এবং দুর্বলতা তাকলে তা পরীক্ষা-নিরীক্ষা করে নিরসনের বিষয়ে পরামর্শ প্রদান করা।
  9. বাস্তবায়নাধীন কার্যাদি যথাযথভাবে তদারকি করার জন্য বিভিন্ন বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থা কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ পরীক্ষা করা।
  10. বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএন্ডএজি) এর কার্যালয় কর্তৃক শতকরা ১০ ভাগ নমূনা নিরীক্ষার পাশাপাশি ১০০ ভাগ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করা।
  11. বিভিন্ন বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থার মজুদ ব্যবস্থাপনা ও সার্বিক কাজ সরেজমিনে যাচাইয়ের দায়িত্ব পালন করা।